29 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

খাতুনগঞ্জে ‌‌‘বিষক্রিয়ায়’ শ্রমিকের মৃত্যু

বিএনএ, চমেক : এক সপ্তাহ ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শনিবার (০১ মার্চ) দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এ সময় চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে এই কর্মবিরতি কর্মসূচি চলে আসছিল।

শনিবার দুপুরে সমাবেশে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন বলেন, ‘সরকারিভাবে বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। ১২ তারিখ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করো, ছাত্ররা ক্লাসে যাও। এরপর যে রায় আসে, তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে।’

এরপর সমাবেশ থেকে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বক্তব্য দেন ইন্টার্ন চিকিৎসক আহমদ হাসনাইন ও শিক্ষার্থী মো. সাকিব হোসেন। তারা বলেন, শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ