26 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু


বিএনএ, ঢাকা:  টঙ্গীতে প্রথম পর্বের দ্বিতীয় দিনে বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে ওই মুসল্লির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। নিহত ওই মুসল্লি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।

এর আগে শুক্রবার সারাদিনে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ছাবেদ আলী (৭০) ও আমিরুল ইসলাম (৪০) মারা যান। এ নিয়ে ইজতেমায় চার মুসল্লির মৃত্যু হয়।

উল্লেখ্য, রোববার দুপুরের আগে শূরায়ী নেজামের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫ফেব্রুয়ারি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ