বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের দাম প্রায় ৪৮ কোটি ৯০ লাখ টাকা। বিজিবি দাবি করছে, এটা দেশের ইতিহাসে আইসের সবচেয়ে বড় চালান।
সোমবার রাতে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির এই তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় রবিবার রাতে ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গোলপাতার বাগান থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টেল মেথ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।