29 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হবে: বিজয়

সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হবে: বিজয়

সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হবে বিজয়

বিএনএ, চট্টগ্রাম: নির্বাচিত হলে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে উন্নয়নসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে (মসজিদ-মন্দির) উন্নত করার পাশাপাশি নতুন সুবিধাদির আওতায় নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষাণ

সোমবার (১ জানুয়ারী) বোয়ালখালী উপজেলার আমুচিয়া, আহলা করলডেঙ্গা, সারোয়াতলী ইউনিয়ন ও পৌরসভার উত্তর গোমদন্ডী এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ দিন তিনি বোয়ালখালী ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের শাহজাদা মাইনুল ইসলাম জোনাইদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজয় বলেন, বোয়ালখালীকে স্মার্ট বোয়ালখালীতে পরিণত করতে হলে প্রত্যেক ইউনিয়নে সমানভাবে কাজ করতে হবে। কিন্তু এই উপজেলার সর্বশেষ ইউনিয়ন আহলা করলডেঙ্গা ইউনিয়ন, এখনো সেভাবে উন্নয়নের ছোঁয়া পায়নি যেমনটা পেয়েছে উপজেলা এলাকা কিংবা তার আশেপাশের এলাকা। আমাকে আপনারা এমপি হওয়ার সুযোগ দিলে সমন্বিতভাবে বোয়াখালীকে আধুনিকায়ন করবো।

সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হবে বিজয়
আহলা দরবার শরীফের শাহজাদা মাইনুল ইসলাম জোনাইদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয় কুমার চৌধুরী।

তিনি আরও বলেন, করলডেঙ্গা ইউনিয়ন পাহাড়ের কাছে হওয়াতে শুষ্ক মৌসুমে পানীয় পানির সমস্যা দেখা যায়। টিউবওয়েলগুলোতে পানি আসে না, বেশ কয়েক বছর যাবত বিষয়টি শুনেছি। ‘পানি আমাদের জীবন’ সুতরাং আপনাদের সুপেয় পানির ব্যবস্থা করার দায়িত্বটা আমি গুরুত্বের সাথে বিবেচনা করবো।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোছলেম উদ্দীন আহমেদের মৃত্যুর পর শূন্য আসনে অল্প সময়ের জন্য নির্বাচিত হওয়া নোমান আল মাহমুদের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার একটা সুযোগ দিন। ৭ তারিখ জাতীয় নির্বাচনে ফুলকপি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

আরও পড়ুন: বোয়ালখালীতে বই উৎসব অনুষ্ঠিত

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোস, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা অজিত বিশ্বাস, যুবলীগ নেতা মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আবু জাহেদ, ওসমান গণি, মহিলা আওয়ামী লীগ নেত্রী থামসি সেন,  ইউপি মেম্বার কানু, কাজী মোহাম্মদ হোসাইন খোকন, জনি দে, আমিনুল ইসলামসহ বিভিন্ন সেন্টার কমিটির আহবায়ক, সদস্য সচিবরা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ