26 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » আমরা শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করব : প্রধান বিচারপতি

আমরা শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করব : প্রধান বিচারপতি

আমরা শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করব : প্রধান বিচারপতি

বিএনএ,সাভার : “আমরা বিচারকাজে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করব” বলে মন্তব্য করেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে তিনি এ কথা লিখেন।শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তিনি আরো লিখেন, আমরা সব শহীদদের রক্তের কাছে দ্বায়বদ্ধ।’ বিচারকাজে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শনিবার (১জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন। আরও ছিলেন হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্তের কর্মকর্তারা। পরে সোয়া ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তারা।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ