37 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চলতি মাসে একাধিক শৈত্য প্রবাহ

চলতি মাসে একাধিক শৈত্য প্রবাহ

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস

বিএনএ,ডেস্ক: দেশের উত্তর জনপদে কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে সূর্য উঠলেও কয়েকটি এলাকায় আরও কিছুদিন শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।চলতি মাসে দেশে একাধিক মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানো হয়।

শুক্রবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়,উত্তর জনপদের কিছু জায়গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোর মধ্যে শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট ও চুয়াডাঙ্গায় তা অব্যাহত থাকতে পারে।জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

চলতি মৌসুমের মধ্য ডিসেম্বর থেকে উত্তর জনপদে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।১৯ ডিসেম্বর এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে,নতুন বছরের প্রথম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে, শীতের কারণে কর্মহীন সময় পার করছেন শ্রমিকরা গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে বস্তি, চরাঞ্চল ও নদ-নদী তীরবর্তী এলাকার হত দরিদ্র মানুষরা।শীতের কারণে পঞ্চগড়ের হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ