24 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » ব্রেকিং নিউজ টুডে(বিএনএনিউজ২৪)

ব্রেকিং নিউজ । দেশ ও বিদেশের যখনই ঘটনা তখনই জানুন। বিএনএনিউজ২৪ ডটকম এর ব্রেকিং নিউজ পাতায় থাকছে প্রতিমুহুর্তের ব্রেক হওয়া সর্বশেষ আপডেটটেড খবর, ছবি ও ভিডিও। সে সাথে বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন,বিশ্লেষণ, সাক্ষাতকার,অডিও,পডকাস্ট,ফিচারের জন্য বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) এর নিউজপোর্টাল বিএনএনিউজ২৪ ডটকম সেরা। দুপুর গড়ালেই সবাই অনলাইন অফলাইনে করোনা ব্রেকিং নিউজের সংবাদ খুঁজতে থাকেন। বয়স্করা শিশুদের কাছে জানতে চান বা নিজেই অনলাইনে চেক করেন । করোনায় গত ২৪ঘন্টায় কতজন মারা গেল। নতুন শনাক্ত কত।

আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশ( breaking news bd)

বাংলাদেশ ও ভারতের বাংলাভাষাভাষীদের অন্যতম জনপ্রিয় নিউজ মাধ্যম বিএনএ। ১৯৯২সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বাংলানিউজ পোর্টাল মানেই বিএনএনিউজ২৪। Breakingnews ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনও লাখ লাখ মানুষ প্রতিদিন বিএনএ বাংলানিউজ সার্ভিস বিএনএনিউজ২৪ এর ওপর ভরসা করছে।

ব্রেকিং নিউজ ২৪ ঘন্টা

বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) বাংলা ভাষায় ব্রেকিংনিউজ ২৪ঘন্টা পাঠকদের অবগতির জন্য প্রচার করছে। bnanews24.com ভিজিট করে বিনাখরচে জানতে পারবেন সব ব্রেকিং ও আপডেট নিউজ। To know more bna please click here.

বাংলা খবর আজকের

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের ও শহরের প্রতিনিধিদের প্রেরিত বাংলা খবর আজকের সহজেই পাচ্ছেন বিএনএনিউজ২৪ ডটকম এ। খুব সহজ ও সাবলিল ভাষায় রচিত বিএনএনিউজ শিশু কিশোরসহ সব শ্রেণীর পাঠকের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়।

সবার আগে করোনা ব্রেকিং নিউজ পেতে বিএনএ বাংলানিউজ বিএনএনিউজ২৪ ভিজিট করুন। ব্রেকিং নিউজবিএনএ। আর সর্বশেষ দেশের বৃহত্তম শহর চট্টগ্রাম এর ব্রেকিং নিউজ চট্টগ্রাম এর জন্য বিএনএনিউজ২৪।

বেসরকারী সংবাদ সংস্থা বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ)।১৯৯২ সাল থেকে বিএনএ দেশের এবং বিদেশের সংবাদ সংস্থার, সংবাদপত্র,টেলিভিশন সমূহে সংবাদ সরবরাহ করে আসছে।

ব্রেকিং নিউজ বিডি, ব্রেকিং নিউজ ২৪

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বাংলাদেশের সাবেক ব্যুারো প্রধান(ঢাকা) নিজাম উদ্দিন আহমদ বিএনএ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও ছিলেন।

প্রতিষ্ঠাকাল হতে এটি দেশের প্রায় অর্ধশত জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে ফ্যাক্সযোগে নিয়মিত বাংলা সংবাদ ও ছবি প্রেরণ করতো। কম্পিউটারে বাংলা লেখা সহজ হলে পরবর্তীতে ইন্টারনেট-ইমেইলে এ সার্ভিস অব্যাহত রাখে।

২০০৭ সালে দেশের শীর্ষ স্থানীয় করপোরেট গ্রুপ পোর্টল্যান্ড এটি কিনে নেয়।তখন থেকে মো.মিজানুর রহমান মজুমদার সংবাদ সংস্থা বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) এবং দুটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনএ বর্তমানে নিয়মিতভাবে দেশের অসংখ্য বেসরকারী রেডিও, অনলাইন রেডিও,দৈনিক সংবাদপত্র,বেসরকারী টেলিভিশন চ্যানেল এ নিয়মিত সংবাদ সেবা প্রদান করছে।

বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ)এর অধীনে বর্তমানে বাংলা নিউজ পোর্টাল বিএনএনিউজ২৪ ডটকমসহ একাধিক পোর্টাল।যেখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে সর্বশেষ বাংলাদেশ ও বিশ্বের নিউজ।

সারাদেশে রয়েছে বিএনএ’র বিস্তৃত নেটওয়ার্ক। ২৬ডিসেম্বর বিএনএ’র প্রতিষ্ঠা বার্ষিকী।

ব্রেকিং নিউজ মানে কি, অর্থ কি

কোন স্থানে এমন একটি ঘটনা ঘটলো যেটি সংবাদ হবার যোগ্য , তাহলে প্রথমে ঘটনার খবর পাবার সাথে সাথে নির্ভরযোগ্য সূত্র দ্বারা যাচাইপূর্বক মিডিয়ায় প্রচারের জন্য প্রথমে যে সংক্ষিপ্ত সংবাদ প্রেরণ করা হয়ে থাকে তাই ব্রেকিং নিউজ বা প্রাথমিক খণ্ড সংবাদ। যেমন- কোন একটা  এলাকার কলোনীতে আগুন লেগেছে( রাজধানীর হাতিরঝিল বস্তিতে আগুন, বিপুল ক্ষতির সম্ভাবনা)। চলতি ঘটনার খবরটি পাবার পর পত্রিকা বা  সংবাদ সংস্থার প্রতিনিধিগণ স্থানীয় জনপ্রতিনিধি বা থানার সাথে ঘটনার সত্যতা ক্রস চেক করে মিডিয়ায় প্রাথমিক যে বার্তা প্রচারের জন্য দেন তাই ব্রেকিং নিউজ।

ব্রেকিং নিউজবিএনএ

টিভি বা নিউজপোর্টাল ব্রেকিং নিউজ স্ক্রল আকারে দিতে পারে -রাজধানীর হাতিরঝিল বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ৫টি গাড়িযোগে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন্তেকাল করলে ব্রেকিং নিউজ আকারে প্রচার করা হয়,……………….. দলের কেন্দ্রীয় নেতা……..আর নেই।

চলতি ঘটনা ছাড়াও কোন বিশেষ প্রতিবেদনের সামারি খবর বা সংক্ষিপ্ত খবর জানাতেও ব্রেকিং নিউজ স্টাইল অনুসরণ করা হয়। যেমন -রুপপুর বালিশ কাণ্ড-৩সদস্যের তদন্ত কমিটি গঠিত।

Bangla news today

উইকিপিডিয়ার মতে, Many times, breaking news is used after the news organization has already reported on the story. When a story has not been reported on previously, the graphic and phrase “Just In” is sometimes used instead.

bangla news 24 bangladesh news paper 

 

বিএনএনিউজ২৪ ডটকম

বাংলা নিউজ আজকের, ব্রেকিং নিউজ ২৪ ঘন্টা, প্রথম আলো পত্রিকা আজকের খবর, All Bangla newspaper ঢাকা, Online newspaper, All newspaper, আজকের বিডি নিউজ 24, বিডি নিউজ 24 বাংলা।

আজকের ব্রেকিং বাংলা নিউজ পত্রিকা মানেই বাংলা বিএনএ নিউজকে বুঝানো হয়। প্রতিমুহুর্তের দেশ ও বিদেশের খবরের আপডেট পেতে ভিজিট করুন বিএনএনিউজ২৪ ডটকম।

bnanews24.com started its journey in 2009. Nowadays it’s becoming the most popular online news portal in Bangladesh.Get all latest Banglanews from Bangladesh News Agency(Bna).বিএনএ বাংলানিউজ

বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) দেশের টিভি, রেডিও এবং সংবাদপত্রগুলোকে নিয়মিত সংবাদ সার্ভিস দিয়ে থাকে।

.page-template-agents .penci-wide-content{ max-width: calc(100% - 300px); }
শিরোনাম বিএনএ