30 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরোদেশ

নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরোদেশ


বিএনএ,ঢাকা: এবার থার্টি ফাস্ট নাইট নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।এরপরও মানুষের স্বার্থে সারাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।রাজধানীসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোর গুরুত্বপুর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট।সেসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িতে কল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সেইসঙ্গে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমেও নজরদারী করা হচ্ছে।

রাজধানীর গুলশান এলাকায় তৎপর পুলিশ। ডিপ্লোমেটিক জোন হিসেবে পরিচিত গুলশান এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে চলছে তল্লাশি।

ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, গুলশান এলাকায় যারা বসবাস করেন তারা রাত ৮টার পর প্রবেশ করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সাক্ষেপে প্রবেশ করতে পারবেন। সমন্বিতভাবে পুরো এলাকাজুড়ে যেখানে নগরবাসীদের প্রাধান্য দেখা যায় সে এলাকায় যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা না হয় সেই লক্ষ্য নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, দেশজুড়ে ইংরেজী বর্ষবরণ ঘিরে কোনো ধরনের বিশৃংখলা হলে কঠোরভাবে দমন করার কথা বলছে র‌্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, সকল অলি-গলিতে সাদা পোশাকে র‌্যাবের সদস্যরা ও গোয়েন্দারা নিয়োজিত আছেন। এর পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যরাও তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এছাড়া সাইবারেও র‌্যাবের সরব উপস্থিতি রয়েছে। কোন কিছুই যাতে র‌্যাবের নজরের বাইরে না থাকে সেজন্য র‌্যাব অত্যন্ত সচেষ্ট ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ইংরেজি নতুন বছরকে বরণ করার আহবানও জানান তিনি।

এছাড়া, নিজ নিজ পরিবারের সঙ্গে বাসায় থেকে থার্টি ফাস্ট নাইট উদযাপন করার জন্য  দেশবাসীকে বিনীত অনুরোধ জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক।

অন্যদিকে, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর গুরুত্বপুর্ণ সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।সন্ধ্যা ৬টার পর পতেঙ্গা ও পারকি সি বীচে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছেনা। পাশাপাশি গাড়িতে উচ্চস্বরে হর্ণ না বাজানো, আতশবাজি না ফোটানো, স্বাস্থ্যবিধি অনুসরণসহ নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।অশোভন আচরণ এবং বে-আইনি কার্যকলাপ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ