15 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » থার্টি ফাস্ট নাইটে শিখার ‘বুম বুম’

থার্টি ফাস্ট নাইটে শিখার ‘বুম বুম’

শিখা

বিনোদন ডেস্ক: বছরের শেষ দিন থার্টি ফাস্ট নাইটে সম্প্রতি আসছে বিউটি কুইন মডেল ও অভিনেত্রী শিখা খানের পার্টি সং `বুম বুম’। তিনি এই প্রথম কোনো পার্টি সংয়ে অভিনয় করলেন। আসিকুজ্জামান অপুর কণ্ঠে বুম বুম শিরোনামে এই পার্টি সংটি প্রচার হবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে। এটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

এ বিষয়ে অভিনেত্রী শিখা বলেন, বাংলাদেশ এই প্রথম থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোন পার্টি সং তৈরি হয়েছে এবং প্রচার করা হচ্ছে আশা রাখি দর্শকরা অনেক মজা পাবেন।

আশিকুজ্জামান অপু মূলত শোবিজে ভিউজ্যুয়াল রং বিন্যাস বা কালারিস্ট হিসাবে পরিচিত হলেও তার রয়েছে বহুমুখী প্রতিভা। গান লেখা, সুর করা এমনকি গানও ভালো গাইতে পারেন তিনি। ইতোমধ্যে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে রং বিন্যাস করে বেশ সুনাম অর্জন করেছেন।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘মাঝে মধ্যে বন্ধুরা একত্রে হলে শখের বসে গান গাইতাম। কখনো যে গান করব ভাবিনি। হঠাৎ করে আগ্রহ তৈরি হয়।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ