24 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১০, ২০২৩
Bnanews24.com
Home » ময়মনসিংহের আ’লীগ নেতা শামীম করোনা আক্রান্ত

ময়মনসিংহের আ’লীগ নেতা শামীম করোনা আক্রান্ত

ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. আমিনুল হক শামীম

ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. আমিনুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা।

তিনি বলেন, মো. আমিনুল হক শামীমের গলা ব্যথা ও জ্বর আক্রান্ত হলে বুধবার সকালে তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। পরে সন্ধার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ আসার পর রাত ৯ টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে, গলা ব্যথা ও জ্বর ছাড়া তেমন কোন সমস্যা নেই। তিনি মো. আমিনুল হক শামীমের সুস্থতার জন্য ময়মনসিংহ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

হামিমুর রহমান

Loading


শিরোনাম বিএনএ