31 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫

আবহাওয়া

কুড়িগ্রাম প্রতিনিধি: শীতের কাঁপন ধরেছে দেশের উত্তরাঞ্চলে। দেখা মিলছে না সূর্যের। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের এ জেলার উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। হিমেল হাওয়া ও কনকনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ অসহায় অবস্থায় পড়েছে।

প্রচন্ড শীত আর শৈত্য প্রবাহে প্রাণিকুল হয়ে পড়েছে নাকাল। যবুথবু অবস্থা। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

গত কয়েক দিন আকাশ মেঘলা ছিল। পরে দুদিনের অব্যাহত বাতাসে সেই মেঘ সরে যাওয়ায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া হাড় কাঁপানো শীতে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর বেশিভাগই রয়েছে শিশু রোগী বলে জানা গেছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ