24 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

বিএনএ ডেস্ক : আগামী ১৮ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে।   বুধবার(৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান জানান।

জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।আগামী অধিবেশন হবে নতুন বছরের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ইতিমধ্যে মন্ত্রীসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। গত ১৯ নভেম্বর সংসদের ১০ অধিবেশন শেষ হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ