23 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা পালন করতে হবে: মেয়র

করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা পালন করতে হবে: মেয়র

মেয়র (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী

বিএনএ,চট্টগ্রাম: দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরণের জনসমাগম সীমিত করাসহ সরকার যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে, তা কঠোরভাবে অনুসরণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে চসিক মেয়র এ কথা বলেন।

বিবৃতিতে মেয়র বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের নতুন ধরণের সংক্রমণের প্রভাব সারা বিশ্বের মতো আমাদের দেশে ও চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যে সকল নির্দেশনা জারি হয়েছে তা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সামর্থ্য ও সক্ষমতা অনুয়ায়ী সংক্রমণ প্রতিরোধে সবধরণের পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি এই পদক্ষেপ সমূহ যথাযথভাবে পালন ও প্রয়োগ নিশ্চিত করার জন্য চসিক নির্বাচিত পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তাগণকে নির্দেশ দেন। সরকারের জারিকৃত ১৮ দফার নির্দেশনাগুলো নগরবাসীকে অবগত করিয়ে তার পুনরুল্লেখ করেন চসিক মেয়র।

নির্দেশনা গুলো হলো: সব ধরনের জনসমাগম সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণের এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিয়ে-জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ রাখতে হবে, বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে, নিত্য প্রয়োজনীয় পণ্য খোলা/উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচার ব্যবস্থা করতে হবে, ওষুধের দোকানেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলোতে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, শপিং মলে ক্রেতা-বিক্রেতা সবাইর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে।

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক না পরলে কিংবা স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, করোনাভাইরাসে আক্রান্ত বা লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/শিল্প কারখানা পরিচালনা করতে হবে অর্ধেক জনবল দিয়ে। গর্ভবতী/অসুস্থ/৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের বাড়িতে থেকে কাজের ব্যবস্থা করতে হবে, সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে, সশরীরে উপস্থিত হতে হয়-এমন যে কোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, হোটেল-রেঁস্তোরায় ৫০ শতাংশ আসনের বেশি মানুষ বসানো যাবে না, কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

মেয়র জানান, সরকারের জারিকৃত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে চসিকের বিশেষ পর্যবেক্ষন টিম সার্বক্ষনিক ভাবে মাঠে থাকবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ