38 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩

৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩

৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে প্রায় ৫৫ কোটি টাকা সমমূল্যের ইউরেনিয়ামসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব ১০। আটকরা হ‌লেন- এবিএম সিদ্দিকী ওর‌ফে বাপ্পী (৫৯), আক্তারুজ্জামান (৩৩) ও মিজানুর রহমান (৫০)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে ব্যাটা‌লিয়ন‌টি জা‌নি‌য়ে‌ছে, সোমবার র‌্যাব-১০ এর একটি দল পূর্ব রামপুরার জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায়। এ সময় আনুমানিক প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ ৩ জন ইউরেনিয়াম ব্যবসায়ীকে আটক করে। তা‌দের কাছ থে‌কে ১টি চামড়ার বাক্স, ১টি ছোট চামড়া ও স্টীলের বাক্স (যার গায়ে ইংরেজীতে ইউ‌রো‌নিয়াম অ‌টো‌মিক এনা‌র্জি ম্যাটা‌লিক এ‌লি‌মেন্ট, ও‌য়েট ২২২.০৭ লেখা), ১টি রিমোট, ১টি ম্যানুয়েল বই, ১টি গ্যাস মাস্ক, ১টি ইলেটকট্রিক মিটার, ১টি রাবারের ড্রপার, ১টি স্টীলের ঢাকনাযুক্ত কাচের পট, ৫টি কাচের তৈরি ছোট চিকন পাইপ, ১টি কেচি, ১টি মিটার, ১টি কালো কম্পাস, ২টি পাইপ সদৃস্য বস্তু, ১টি মেটাল ছাকনি, ১টি ক্যাটালগ, ১ জোড়া হ্যান্ড গ্লোভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন) জব্দ করা হয়ে‌ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানি‌য়ে‌ছেন, তারা বিভিন্ন উৎস থে‌কে অবৈধভাবে ইউরেনিয়াম ‌কেনার পর তা বিক্রয় করে আসছে।

জব্দ মালামাল ও আটক‌দের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছে র‌্যাব ১০।

বিএনএনিউজ/ এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ