28 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাদার্সের জালে বারিধারার তিন গোল

ব্রাদার্সের জালে বারিধারার তিন গোল

ব্রাদার্সের জালে বারিধারার তিন গোল

বিএনএ,স্পোর্টসডেস্ক : ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল তারা।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাবটি।

প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বারিধারা। ১৩ তম মিনিটে এগিয়ে যায় দলটি।ব্রাদার্সের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে গোলটি করেন উজবেকিস্তানের ইভজেনি কোচনেভ।গোল করে আরও গোছালো ফুটবল খেলতে থাকে বারিধারার খেলোয়াড়রা।ফলও পেয়ে যায় ২৬ তম মিনিটে। মিশরের স্ট্রাইকার মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদের অসাধারণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে মোহামেদ আব্দেল রহিম গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাবটি। পরে আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটি শেষ হয়।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ