21 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২২) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরমান আনোয়ারার বারশত গ্রামের আব্দুর রহমানের পুত্র।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ৮টায় বারখাইন ইউনিয়নের মধ্যম শিলাইগড়া গ্রামের খালের পাশে নাল জমিতে জোরপূর্বক গার্মেন্টস কর্মীকে কয়েকজন মিলে ধষর্ণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারের পাশাপাশি আরমান হোসেনকে গ্রেপ্তার এবং অটোরিকশাটি জব্দ করে। এসময় আরও কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, ধর্ষক ও ধর্ষিতা দু’জনই বিবাহিত। ধর্ষিতা আনোয়ারা কেইপিজেডের একটি কারখানায় চাকরি করে। গত ২৮ ডিসেম্বর কারখানা ছুটি হওয়ার পর সিএনজিচালক গার্মেন্টস কর্মীকে গাড়িতে উঠিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার নামে মধ্যম শিলাইগড়া গ্রামে খাল সংলগ্ন নাল জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক আরেক আসামি রাশেদকে (৪০) গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানা পুলিশের এসআই বিকাশ রুদ্র জানান, আরমান পেশায় সিএনজিচালক। সে পেশাদার ধর্ষক। সে ধর্ষণের অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার হয়ে ৯ মাস ১১ দিন জেল খেটে জামিনে বের হয়ে আসে। সে গার্মেন্টস কর্মীদের সঙ্গে সম্পর্ক করে একের পর এক ধর্ষণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ