29 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক পাঁচ

রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক পাঁচ


বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন ইটভাটায় গিয়ে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), ভালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫), কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।

জানা গেছে, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ইটভাটায় চাঁদা দাবি করলে ইটভাটা কর্তৃপক্ষ নগদ ২ হাজার টাকা ও বিকাশে ১০ হাজার দেয় দলটিকে। কিন্তু সাংবাদিক নামধারীদের আচরণে ইটভাটা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, মাইক্রোবাসের সামনে ও পেছনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলা নামের স্টিকার, মুঠোফোনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুঁলিয়ে কয়েকজন নারী-পুরুষ একাধিক ইটভাটায় গিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এ সময় দুটি ইটভাটা থেকে তাদের ২২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।

এ সময় দৈনিক বর্তমান কথা পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া একজন জানান, তিনি ৮ম শ্রেশি পাস।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ