৭:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের অভিযোগ শুনানি ১১ জানুয়ারি

অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের অভিযোগ শুনানি ১১ জানুয়ারি


বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা ছিলো।কিন্তু মামলার যাবতীয় কাগজপত্র না পাওয়ায় অভিযোগ শুনানির বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেননি বলে শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।আবেদনের প্রেক্ষিতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ বিচারিক আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

আসামিদের মধ্যে দেলোওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন।অপর তিন আসামি জামিনে আছেন।

উল্লেখ্য, যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ