স্পোর্টস ডেস্ক: লিগে আরও একটি জয়হীন দিন কাটল প্যারিস সেইন্ট জার্মেইয়ের( পিএসজি)। তাতে লিগ ওয়ান শিরোপা জয় থেমে থাকেনি প্যারিসের দলটির। স্ট্রাসবার্গের বিপক্ষে ১-১ গোলে সমতা করে আরেকটি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে কাতারি মালিকানাধীন ক্লাবটি।
শনিবার রাতে লিগের ৩৭তম ম্যাচ খেলতে নামে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির গোলে লিড নেয় প্যারিসিয়ানরা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ৫৯ মিনিটে গোল করেন।
তবে ক্রিস্টোফার গালতিয়েরের দল ওই লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৭৯ মিনিটে কেভিন গামেইরো গোল করে স্ট্রার্সবাগকে সমতায় ফেরান। পরে চেষ্টা করেও মেসি-এমবাপ্পে দলকে জয় এনে দিতে পারেননি।
মেসি গোল করে অবশ্য রেকর্ড গড়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ ৪৯৬ গোল করা খেলোয়াড় সাবেক বার্সা তারকা। তার রেকর্ডের দিন পিএসজিও রেকর্ড ১১টি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 1126