24 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রানওয়েতে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তার

রানওয়েতে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তার

বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তার

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিমান চলাচলে নিষেধাজ্ঞার পর দুটি ইউরোপিয়ান এয়ারলাইনসের বিমান চলাচল বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার এ নিষেধাজ্ঞার পর এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনস তাদের সেবা বন্ধ করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, রোববার (২৩ মে) বেলারুশের সরকার প্রভাব খাটিয়ে রায়ানএয়ারের একটি বিমান নামানোর পর এ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির সরকার এক সাংবাদিককে গ্রেপ্তার করার জন্য রানওয়েতে বিমান নামায়। এরপর সরকারবিরোধী ওই সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পশ্চিমা বিশ্ব প্রতিবাদ জানিয়ে আসছে। এদিকে বেলারুশের আকাশসীমা ব্যবহার করছে না কিছু এয়ারলাইনস।

রাশিয়া সবসময় বেলারুশকে সমর্থন দিয়ে এসেছে। চলমান বেলারুশ ও পশ্চিমা দ্বন্দ্বে এটিই ক্রেমলিনের (রাশিয়া প্রেসিডেন্টের বাসভবন) পাশে এসে দাঁড়াল রাশিয়া। তবে রাশিয়া ইউরোপিও সব ফ্লাইট বাতিল করবে কি না এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।
তবে বেলারুশের সব এয়ারলাইনস বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ