33 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য মাহবুবুল আলম

আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য মাহবুবুল আলম

আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য মাহবুবুল আলম

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ কমিটির তালিকায় মাহবুবুল আলমসহ দেশের আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্পপতির নাম দেখা যায়।

৬০ সদস্যের উপ-কমিটির চেয়ারম্যান করা হয় কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমানকে।

এ বিষয়ে মাহবুবুল আলম বলেন, প্রথমে আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব। আরও দৃঢ়তার সঙ্গে শামিল হতে পারব দেশের আর্থ সামাজিক উন্নয়নে। নতুন পরিসরে দেশের জন্য কাজ করার সুযোগ পাব।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ