29 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আজ আর্জেন্টিনার ‘বাঁচা-মরার লড়াই’

আজ আর্জেন্টিনার ‘বাঁচা-মরার লড়াই’

মেসি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : এবারের আসরে সম্ভাব্য চ্যাম্পিয়দের অন্যতম ধরা হয় মেসির আজেন্টিনাকে। তবে প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে এমন অবস্থা দাঁড়িয়েছে দ্বিতীয় খেলায় না জিতলে গ্রুপ পর্বেই তাদের বিশ্বকাপ মিশন কার্যত শেষ হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে নামে মেসি বাহিনী।

“আজকের গ্রুপ ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতো” – আর্জেন্টিনা দলের ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ বলেছেন সংবাদমাধ্যমকে – “এ বিশ্বকাপে আমাদের আত্মবিশ্বাস কতটুকু তা নির্ধারিত হবে এতে।”

মার্টিনেজ স্বীকার করেছেন যে সৌদি আরবের কাছে পরাজয় তাদের মনোবলে আঘাত হেনেছে।

“আমাদের মনোবলে এটা একটা বড় আঘাত ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দল।”

মার্টিনেজ বলছেন, “আমাদের শান্ত থাকতে হবে, আগে কি হয়েছে সে চিন্তা কাটিয়ে উঠতে হবে, সামনে যা আসছে – তা নিয়ে ভাবতে হবে। সামনে আছে মেক্সিকোর সাথে ম্যাচ, এবং যেভাবেই হোক আমাদের জিততে হবে এই চিন্তায় মনকে একাগ্র করতে হবে।”

মার্টিনেজের কথায়, তারা সৌদি আরবের কাছে হেরে গেছেন “ছোট ছোট কিছু খুঁটিনাটির জন্য” এবং তাদের “নিজেদের ভুলের জন্য” ।

“আমরা আমাদের প্রতিপক্ষকে যাচাই করেছি , আমার মনে হয় আমরা প্রস্তুত এবং আমরা অত্যন্ত আশাবাদী” – বলেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ