25 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ইবি শাপলা ফোরামের নেতৃত্বে আনোয়ার ও মামুনুর

ইবি শাপলা ফোরামের নেতৃত্বে আনোয়ার ও মামুনুর

ইবি শাপলা ফোরামের নেতৃত্বে আনোয়ার ও মামুনুর

বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুর্ণাঙ্গ কমিটি গঠন করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সহ- সভাপতি ড. মো. শামসুল আলম, কোষাধ্যক্ষ ড. দেবাশীষ শর্মা, সাধারণ সম্পাদক ড. মামুনুর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক ড. মোঃ আনোয়ারুল হক (স্বপন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ড. মো. জাহাঙ্গীর হোসেন, ড. মাহবুবর রহমান, ড. তপন কুমার জোদ্দার, ড. সেলিনা নাসরিন, ড. মো. রেজওয়ানুল ইসলাম, ড. মাহবুবুল আরফিন, ড. মোঃ মেহের আলী, ড. মো. সাজ্জাদ হোসেন ও ড. আব্দুল্লাহ আল মাসুদ।

নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, ‘আমরা মিটিং ডেকেছিলাম এখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠিত হয়েছে। আমরা নতুন কমিটির উপস্থিত অনুপস্থিত সকলকে অভিনন্দন জানাই।

ভোট পুনঃগণনার বিষয়ে শাপলা ফোরামের একাংশের সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। সকলের গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, দাবি করার। এটা গণতান্ত্রিক অধিকার। যে কেউ সংবাদ সম্মেলন করতে পারে একবার নয় একাধিকবার করতে পারেন।’

বিএনএনিউজ২৪.কম/তারিক/এনএএম

Loading


শিরোনাম বিএনএ