বিএনএ, ঢাকা : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
রোববার(২৬ অক্টোবর) বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা পরিবর্তন না করলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
গ্রাহকরা নিজের নামের সিম সংখ্যা জানতে *16001# ডায়াল করে এনআইডি-এর শেষ চার সংখ্যা লিখে সেন্ড করলে তা জানতে পারবেন।
বিটিআরসি উল্লেখ করেছে, অনেক গ্রাহকের নামে দীর্ঘদিন ধরে একাধিক সিম নিবন্ধিত রয়েছে। এটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। তাই সীমা ১০ সিমে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের নামে অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করতে হবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
