28.2 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইলের অব্যবহৃত ডাটা নিয়ে যা জানাল বিটিআরসি

মোবাইলের অব্যবহৃত ডাটা নিয়ে যা জানাল বিটিআরসি

INTERNET

বিএনএ, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। প্রথমে ধীরগতি করা হলেও ১৮ জুলাই থেকে দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এ প্রেক্ষিতে গ্রাহকের অব্যবহৃত মোবাইল ডাটার বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।

এ অবস্থায় শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি গুরুত্ব দেয়া হবে। গ্রাহকরা যেন অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন সেভাবেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশব্যাপী দীর্ঘ ১২০ ঘণ্টার (৫ দিনের) ইন্টারনেট ব্ল্যাক আউট শেষে মঙ্গলবার (২৩ জুলাই) পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে এখনও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ