29 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন। মঙ্গলবার (২৭ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পন্ডিত (৭০), নেত্রকোনার সদরের শেখ ফরিদ শেখ ফরিদ (৩২), জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরীপুরের রাবেয়া খাতুন (৫৫), ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), নেত্রকোনা সদরের রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুর সদর উপজেলার সুফিয়া বেগম (৬৮), শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা বেগম (৬৫), গাজীপুর শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪), কিশোরগঞ্জ হোসেনপুরের রফিকুল (৫৫), টাঙ্গাইল ধনবাড়ির আবদুর রশীদ (৫৫)।

তিনি বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

জেলা সিভিল সার্জন সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষা করে ৩৩২ জন নতুন করোনা শনাক্ত হয়েছে।

বিএনএনিউজ২৪/হামিমুর রহমান,আমিন

Loading


শিরোনাম বিএনএ