33 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » সাহেদের জামিন আদেশ মঙ্গলবার

সাহেদের জামিন আদেশ মঙ্গলবার

সাহেদের জামিন আদেশ মঙ্গলবার

বিএনএ, ঢাকা : অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতি) ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার (২৭ মার্চ) শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের জন্য মঙ্গলবার (২৮ মার্চ) দিন ধার্য করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত।

বিএনএনিউজ/ বিএম

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ