28 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনা পরীক্ষার লাইনেই ১৫ জনের মৃত্যু

করোনা পরীক্ষার লাইনেই ১৫ জনের মৃত্যু

করোনা পরীক্ষার লাইনেই ১৫ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : বড়দিনের ছুটিতে ফেরা মানুষদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে দক্ষিণ আফ্রিকা। এতে করে জিম্বাবুয়ের সঙ্গে দেশটির সীমান্ত অঞ্চলে করোনার পরীক্ষার জন্য অপেক্ষমানদের ভিড় লেগেই আছে।

রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত কয়েকদিনে লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষার জন্য অপেক্ষমানদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে ।

দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় বহু সময়ক্ষেপণ হচ্ছে। যে কারণে সীমান্ত এলাকায় মানুষের ভিড় বেড়েই চলেছে। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে গাড়ি ও ট্রাকের সারি। এমন পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে ।  ইতোমধ্যে এদের মধ্যে ১৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে,  শনিবার(২৬ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত বেড়ে ৯ লাখ ৮৩ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে, যা বিশ্বের ১৮তম। আর দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৬ জন ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ