21 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৩
Bnanews24.com
Home » সাংবাদিকদের পাশে সব সময় আছি : নিক্সন চৌধুরী

সাংবাদিকদের পাশে সব সময় আছি : নিক্সন চৌধুরী

সাংবাদিকদের পাশে সব সময় আছি : নিক্সন চৌধুরী

বিএনএ, ফরিদপুর : অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সব সময়ে সোচ্চার থাকার জন্য সাংবাদিকদের আহবান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চরচান্দ্রায় তার নিজ বাসভবনে ভাঙ্গা প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

নিক্সন চৌধুরী বলেন, আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি।

তিনি আরও বলেন, ভাঙ্গা এলাকায় যেসব অনিয়ম ও দুর্নীতি  হচ্ছে সেসব বিষয়ে সর্বদা সোচ্চার থাকুন। সাংবাদিকরা জাতির বিবেক, তাই আবেগ দিয়ে নয়, সত্যিকার বিবেক দিয়ে সমাজের সব চিত্র তুলে ধরুন। করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী অসহায় সংবাদকর্মীদের আর্থিক সহায়তাসহ তাদের খোঁজখবর রেখেছেন।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, সাপ্তাহিক ভাঙ্গা কণ্ঠ পত্রিকার সম্পাদক মজিবুর মুন্সি, আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাজী সাইফুল্লাহ শামীম, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মো. রমজান সিকদার প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ