বিএনএ, ঢাকা : রাজধানীতে একজন নারী আনসার কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার(২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে গলায় ফাঁস দিয়ে ৩৭তম বিসিএস আনসার কর্মকর্তা রোমানা ইয়াসমিন (৩০) আত্মহত্যা করেন। আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সাড়ে ১১টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার ওসি একএম আশরাফ জানান, অবিবাহিত ওই নারী কর্মকর্তা তার খালাতো বোন নুসরাত ইয়াসমিনকে সাথে সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। শুক্রবার বিকেলে নুসরাত বাসার বাইরে যায়। এসময় রোমানা একাই বাসায় ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে নুসরাত বাসায় ফিরে দীর্ঘ সময় ডাকাডাকি করেও রোমানার কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না।
পরে প্রতিবেশিদের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ওজি