30 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ১২ ঘন্টা পর রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

১২ ঘন্টা পর রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

১২ ঘন্টা পর রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

বিএনএ, রংপুর : চতুর্থ শ্রেণীর কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইর্ন্টান চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বার ঘন্টা পর শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর -৩ আসনের সংসদ সদস্যের মধ্যস্থতায় উভয় পক্ষের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার হয়।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু।

তিনি জানান, এর আগে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আলোচনা হলেও সমাধান হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাদ এরশাদ এমপি’র মধ্যস্থতায় ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

ইন্টার্ন চিকিৎসকদের সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক রোগীর ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসদ আচরণ করেন। এর প্রতিবাদে কার্ডিওলজি বিভাগের বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে। ধর্মঘটে হাসপাতালের অপর ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। ফলে রমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগে পড়েন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ