28 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশি উদ্ধার

বিএনএ ডেস্ক : ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার(২৪ জুন) তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয় ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়,২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিক, অর্থাৎ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের পথে রওয়ানা হয়।  কিন্তু মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে যায়।পরে  তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে তাদের  পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী।

আইওএম জানিয়েছে,অভিবাসনপ্রত্যাশীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।তাদেরকে  তিউনিসিয়ার জারবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ