29 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞায় পরিবর্তন

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞায় পরিবর্তন

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা: ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়োজনে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সোমবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশেষ প্রয়োজনে ব্যাংক কর্মীরাও বিদেশ যেতে পারবেন।

এই বিশেষ তিনটি কারণও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ তিনটি হলো- হজ পালন, চিকিৎসা ও বিদেশি অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া। এ জন্য ব্যাংকারদের বিদেশে যেতে বাধা নেই।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ প্রয়োজনে দেশের বাইরে ভ্রমণ অত্যাবশ্যক হলে নিজস্ব অর্থায়নে এ রূপ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। পবিত্র হজ পালন, বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা, ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকদের নিজ দেশে গমন ও বিদেশি ব্যাংকের বাংলাদেশের শাখায় কর্মরত-কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাভ্রমণে অংশগ্রহণ করা যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ