38 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ঘরের মাঠে বেতিসের সঙ্গে ড্র করল রিয়াল

ঘরের মাঠে বেতিসের সঙ্গে ড্র করল রিয়াল

ঘরের মাঠে বেতিসের সঙ্গে ড্র করল রিয়াল

বিএনএ ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা-লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।শনিবার(২৪ এপ্রিল) সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত দুই রিয়ালের ম্যাচ গোলশুন্য ড্র হয়েছে।ফলে শিরোপা জয়ের ক্ষেত্রে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে কিছুটা পিছিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে দল জিতবে সেটিই ভেবেছিলেন  কোচ জিনেদিন জিদান। কিন্তু সেটা আর সম্ভব হলো না।

ম্যাচের  শুরুতেই বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগ তৈরি করেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার। তার কাটব্যাক পেয়ে রদ্রিগোর নেয়া শট রক্ষণভাগে প্রতিহত হয়। ওই আক্রমণেই সতীর্থের পা ঘুরে বল পেয়ে জোরালো শট নেন ফরাসি ফরোয়ার্ড, যদিও সেটি ঠেকাতে গোলরক্ষককে খুব একটা বেগ পেতে হয়নি।প্রথমার্ধে দুই দল মিলিয়ে ওই একটি শটই লক্ষ্যে ছিল।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে ডান দিক থেকে রদ্রিগোর আচমকা জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে বাধা পায়। পাঁচ মিনিট পর  দারুণ একটি সুযোগ নষ্ট করে বেতিস। তিন জনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেস।

৬৫তম মিনিটে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন বোরহা ইগলেসিয়াস। সামনে একমাত্র বাধা গোলরক্ষক। কিন্তু শট নিতে দেরি করে ফেললেন স্প্যানিশ ফরোয়ার্ড।ছুটে এসে বিপদমুক্ত করেন থিবো কোর্তোয়া। পরের মিনিটে পাল্টা আক্রমণে লুকা মদ্রিচের শট ঝাঁপিয়ে ফেরান বেতিস গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

৭৭তম মিনিটে মার্কো অ্যাসেনসিওকে তুলে এডেন হ্যাজার্ডকে মাঠে নামান জিনেদিন জিদান।মাঠে পার্থক্য গড়ে দেয়ার মতো তেমন কিছুই করতে পারেন নি এই বেলজিয়ান ফরোয়ার্ড।ফলে পুরো ম্যাচে কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।এর ফলে একটি করে পয়েন্ট পেয়েছে উভয় দলই ।

৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে গেছে রিয়াল বেতিস। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে। আর ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ৩১ ম্যাচ খেলা বার্সেলোনা ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ