34 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

ক্রিকেট

বিএনএ স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে( ICC Women’s Cricket World Cup 2022) এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি মেগ ল্যানিংয়ের দল। সেই ভয়ংকর অস্ট্রেলিয়াকেই কিনা ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ! সালমা খাতুনের স্বপ্নের স্পেলে জয়ের আশা জাগিয়েও বেথ মুনির ফিফটিতে ম্যাচ খোয়াল টাইগ্রেসরা। এদিকে ৫ উইকেটে জিতে টানা সপ্তম জয় তুলে নিল অজিরা।

বাংলাদেশ নারীদল ৪৩ওভার খেলে ৬উইকেট হারিয়ে ১৩৫রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়া ৩২.১ ওভারে ৫উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে নেয়।

এর আগে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং। প্রথম স্পেলে বল করেন দুই পেসার মেগান শাট ও ডার্সি ব্রাউন। ৯ম ওভারে বাংলাদেশ ইনিংসে প্রথম আঘাত হানেন অ্যাশলি গার্ডনার। মুর্শিদা খাতুনকে স্কোয়ার লেগে রাচেল হেইনসের ক্যাচে পরিণত করেন এই ডানহাতি অফ ব্রেক বোলার।

৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ক্রিজে আসেন ফারজানা হক পিংকি। রান তোলার গতি কমিয়ে দেখেশুনে খেলতে থাকেন পিংকি-শারমিন জুটি। কিন্তু ১৪তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ড এসে ফেরান পিংকিকে। এর তিন ওভার বাদেই জেস জোনাসেন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার শারমিনকে।

২৩তম ওভারে আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার জোনাসেনের শিকার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৬২ রানে ৪ উইকেট হারিয়ে বড় স্কোরের স্বপ্ন ম্লান হয়ে যায় টাইগ্রেসদের। বিপর্যয়ের মুখে লতা মন্ডলকে নিয়ে ৭১ বল থেকে ৩৩ রানের সংগ্রামী জুটি গড়েন রুমানা আহমেদ। ৩৫তম ওভারে এসে রুমানাকে আউট করে এই জুটি ভাঙ্গেন গার্ডনার।

সাত নম্বরে ব্যাট করতে নেমে লতাকে যোগ্য সঙ্গ দেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। শেষ ওভারে লতা বিদায় নিলেও ১৫ রান করে অপরাজিত থাকেন সালমা। নির্ধারিত ৪৩ ওভার শেষে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে লতার ব্যাট থেকে। ৩৩ রান করেন তিনি।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ষষ্ঠ ওভারেই অ্যালিসা হিলিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা। এর এক ওভার বাদে অধিনায়ক মেগকে ফিরিয়ে আবারও ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দেন এই সাবেক টাইগ্রেস অধিনায়ক।

সালমা এদিন করেছেন স্বপ্নের এক স্পেল। ১০ম ওভারে আবারও দেখান ভেল্কি। এবার রাচেল হেইনসকে মিড অফে পিংকির ক্যাচ বানিয়ে ফেরত পাঠান এই টাইগ্রেস অলরাউন্ডার। ১৩তম ওভারে তাহলিয়া ম্যাকগ্রাকে ফিরিয়ে উইকেট নেওয়ার উৎসবে যোগ দেন নাহিদা আক্তার।

তবে ১৫তম ওভারে ৩টি চার মেরে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করেন গার্ডনার। কাজের কাজ অবশ্য হয়নি তাতে, ১৮তম ওভারে এই অলরাউন্ডারকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রুমানা। ৭০ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। এতে জয়ের আশা আরও তীব্র হয় টাইগার ভক্তদের।

ICC Women’s Cricket World Cup 2022

  • Match: Match 27: England Women v Bangladesh Women
  • Event: ICC Women’s Cricket World Cup 2022
  • Venue: Basin Reserve, Wellington

বাংলাদেশের পরবর্তী খেলা ২৭মার্চ  ইংল্যান্ডের সাথে (  BANGLADESH vs ENGLAND) .

বিএনএনিউজ২৪/ এমএইচ,জিএন

Loading


শিরোনাম বিএনএ