38 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » গরুকে টিকা দিতে গিয়ে সূচবিদ্ধ স্বাস্থ্যকর্মী

গরুকে টিকা দিতে গিয়ে সূচবিদ্ধ স্বাস্থ্যকর্মী


বিএনএ, বিশ্বডেস্ক : গরুকে টিকা দিতে গিয়ে ভুল করে শরীরে সূচ গেঁথে গেল মহিলা পশু স্বাস্থ্যকর্মীর। আর তার ফলেই পশু দেহের এক ভাইরাসের হদিস মিলল তাঁর শরীরে।

বারুইপুর ব্লকের শিখরবালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এ ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীর নাম ইলা মণ্ডল। গত ২৪ নভেম্বর শিখরবালি-২ পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে চারটি গরুর টিকা দিতে গিয়েছিলেন তিনি। নতুন সিরিঞ্জ দিয়ে ওষুধ দিতে গিয়ে তাঁর বাম হাতের আঙ্গুলে সূচ ফুটে যায়।

এর ফলে ব্রুসেলোসিসে আক্রান্ত হন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলাকে বারুইপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এই জীবাণু সাধারণত পশুদের মধ্যে মেলে। তবে মহিলার রক্তেও এই জীবাণুর হদিস মিলেছে।

আপাতত তাঁর কোনও উপসর্গ নেই। সুস্থই আছেন। এক নোডাল চিকিৎসকের অধীনে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ