30 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৪
Bnanews24.com
Home » করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে সরকার : তথ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে সরকার : তথ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে সরকার

বিএনএ, ঢাকা : করোনার দ্বিতীয় ঢেউ সরকার সফলভাবে মোকাবেলা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আশেপাশের দেশগুলো থেকে অনেক বেশি সফল এবং করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে।

করোনা সংক্রমণ রোধে লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা— এটার ওপর গুরুত্ব দিচ্ছি। আগেও কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। সরকারি ছুটি দেওয়া হয়েছিল, স্কুল-কলেজসহ অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। এখনও স্কুল-কলেজ বন্ধ আছে, অনেক কিছু বন্ধ আছে। প্রয়োজনের নিরিখে বিভিন্ন সংস্থা তো সেই ব্যবস্থা নিতেই পারে। সংস্থা-প্রতিষ্ঠান তো নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে।

মির্জা ফখরুল ইসলামের ‘সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ’ এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে, সবার সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তবে করোনার দ্বিতীয় ঢেউও আমরা প্রথম ঢেউয়ের মতো সঠিকভাবে মোকাবিলা করতে পারবো।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা এই করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গত দশ মাসের মধ্যে জনগণের পাশে দাঁড়াননি। আর আমাদের দলের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মানুষের কাছে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সরকার ও দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা তো বলেছিলেন, করোনা মহামারিতে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে রোগী ভর্তি হতে পারবে না। স্রষ্টার কৃপায় আর সরকারের প্রচেষ্টায় তাদের শঙ্কা-আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য। আর বাস্তবতা হচ্ছে করোনাভাইরাসের নতুন রূপটি ছড়ানোর কারণে যখন আশেপাশের দেশগুলো যুক্তরাজ্যের সাথে বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করেছে, তখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেটি না করার জন্য এবং যোগাযোগ পুন:স্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ