27 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম দিনেই রবির শেয়ার বেড়েছে ৫০ শতাংশ

প্রথম দিনেই রবির শেয়ার বেড়েছে ৫০ শতাংশ

প্রথম দিনেই রবির শেয়ার বেড়েছে ৫০ শতাংশ

বিএনএ, ঢাকা : পুঁজিবাজারে রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুর দিনে ৫০ শতাংশ বেড়ে রবির শেয়ারের লেনদেন ১৫ টাকায় শেষ হয়েছে।

প্রথম দুই দিনে ৫০ শতাংশের বেশি দাম বাড়ার সুযোগ নেই তাই দিনশেষে মাত্র ১ লাখ ১৭ হাজার শেয়ার ১৭ লাখ টাকার বিনিময়ে লেনদেন হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানিটির । রবির শেয়ারের চাহিদা বেশি থাকায় অনেকেই কিনতে চাইলেও যারা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার পেয়েছেন তাদের মধ্যে বিক্রির প্রবণতা ছিল কম।

বৃহস্পতিবার ১০৬ টি হাওলায় দুই স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে প্রায় ৩১ লাখ শেয়ারের। রবির লেনদেন শুরুর দিনে সূচকে বড়ধরণের উত্থান হয়েছে ডিএসই ও সিএসইতে। বছরে তৃতীয় বারের মতো ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ১৪ শ কোটির ঘর।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহিদুল ইসলাম বলেন, যদিও রবির আর্থিক পারফরম্যান্স এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়, তবে কোম্পানিটির ভালো মুনাফা করার সম্ভাবনা রয়েছে এজন্যই বিনিয়োগকারীরা শেয়ারটি হাতে রাখতে চাইছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ