36 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কোটিপতি ইউসুফ

বিএনএ ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের  ইউসুফ। পেশায় পরিচ্ছন্নতাকর্মী হলেও কর্মস্থলে তাকে কোটিপতি হিসেবে জানে সকলে। তার নামে বিভিন্ন ব্যাংকে জ্ঞাত আয়ের বহির্ভূত বিপুল টাকার লেনদেনসহ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থায়ী নন, দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন ইউসুফ।  ১৪ বছর আগে সচিবালয়ে দৈনিক হাজিরায় পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ পান ইউসুফ।

অনুসন্ধানে জানা গেছে- ঢাকার মাতুয়াইলে আছে ইউসুফের একটি বাড়ি। ২০১৩ সালে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে ৬ তলা একটি বাড়ি মার্কেন্টাইল ব্যাংকে নিলামের সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকার দরদাতা ছিলেন ইউসুফ।

এদিকে, ইউসুফের তিনটি ব্যাংক একাউন্টে পাওয়া গেছে ২ কোটি ১৮ লাখ টাকা লেনদেনের তথ্য।নিয়মিত কর্মচারী না হলেও সচিবালয় চতুর্থ শ্রেনী কর্মচারী সমিতির সহ সভাপতি হয়েছেন ইউসুফ।

এ বিষয়ে সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন গণমাধ্যমকে জানান, “আমাদের গঠনতন্ত্রে অস্থায়ীভাবে লোক নেয়ার সুযোগ নেই। আমরা এভাবে লোক নেই না। এ বিষয়ে সংগঠনের সচিব/মহাসচিবকে জিজ্ঞাসা করতে পারেন।”

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ