34 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান

করোনায় মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না

ঢাকা: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।১৯৪৩ সালে বেগমগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন এই ব্যবসায়ী।১৯৬০ সালে হাসেম টোবাকো প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়ীক জীবন শুরু হয়।১৯৮৩ সালে পার্টিকেল বোর্ড মিলসের মালিকানা লাভ করেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ