18 C
আবহাওয়া
৯:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ব্রিকসে নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

ব্রিকসে নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

ব্রিকসে নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

বিএনএ, ডেস্ক: ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসের নতুন ৬ পূর্ণ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সংযুক্ত দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিসর, আর্জেন্টিনা, ইথিওপিয়া।

ব্রিকসের ১৫ তম শীর্ষ সম্মেলনে নতুন এই সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে ব্রিকসের সদস্যপদের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

আরও পড়ুন: বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন ১৬৯৯৯ চালু

আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এর মাধ্যমে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।

ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে ব্রিকসের ১৫তম তিনদিনের এ শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এতে অংশ নিয়েছেন চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের সরকারপ্রধানরা। জোটের আরেক সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে সশরীরে যোগ দেননি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিশেষ আমন্ত্রণে এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: গিনেস বুকে জবির অংকন

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ