21 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইভিএমে কারচুপি ও সহিংসতার সম্ভাবনা নেই: সিইসি

ইভিএমে কারচুপি ও সহিংসতার সম্ভাবনা নেই: সিইসি


বিএনএ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে-ইভিএম কারচুপি ও সহিংসতার সম্ভাবনা কম। এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, কোন দলের চাপ কিংবা বিরোধিতায় নয়। ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিজস্ব।

সিইসি বলেন, ইভিএমে এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায় এই তথ্য সঠিক নয়। ভোট কারচুপির প্রমাণও কেউ এখনও দেখাতে পারেনি। তাই কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের প্রতি তিনি ও নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলেন, ভোট গ্রহণের পর ফলাফলে ভিন্নতা দেখা দিলে তখন এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

সিইসি বলেন, সক্ষমতা না থাকায় আপাতত সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ