27 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসা ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসা ছাত্রী


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে আট মাদরাসা ছাত্রী দগ্ধ হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সাদিয়া আক্তার (১২), রুবাইয়া আক্তার (৯), তুইবা (৬), আয়মান (৬), নুসরাত (১০), আলেয়া (৩০), রওজা (১৩) ও আফরিন (১৩)।আহতদের  উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বিকেলের দিকে মাদরাসার পাশের রাস্তায় থাকা ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। আগুনের ফুলকি মাদরাসার চতুর্থ তলায় ঢুকে পড়লে শিক্ষার্থীরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ