29 C
আবহাওয়া
৮:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

বিএনএ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৪ মে) রাত ৮টার দিকে নয়াপল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তিনি জানান, ২৬ মে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ২৭ মে দেশের সব মহানগর, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হকিস্টিক, লাঠি, ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালানোর অভিযোগ করে। এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতারা।

ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। পাশাপাশি ছাত্রলীগের বিরুদ্ধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন সাদা দলও ছাত্রদলের ওপর হামলার নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ