29 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অগ্রিম টাকা দিয়েছি, সেরামকে ভ্যাকসিন দিতেই হবে : পাপন

অগ্রিম টাকা দিয়েছি, সেরামকে ভ্যাকসিন দিতেই হবে : পাপন

অগ্রিম টাকা দিয়েছি, সেরামকে ভ্যাকসিন দিতেই হবে : পাপন

বিএনএ, ঢাকা : অগ্রিম টাকা দিয়েছি, সেরামকে ভ্যাকসিন দিতেই হবে হবে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। সরকারকে স্পষ্ট ভাষায় বিষয়টি তাদের জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পাপন বলেন, অগ্রিম অর্থ পরিশোধের পরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার কোনো অধিকার সেরাম ইনস্টিটিউটের নেই। তারা দেড় কোটি ডোজ ভ্যাকসিনের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) জন্য অগ্রিম অর্থ নিয়েছে, তবে এখন পর্যন্ত আমরা ৭০ লাখ ডোজ পেয়েছি। আরও ৮০ লাখ ডোজ সেরাম এখনো আমাদের দেয়নি। সরকারের উচিত এ বিষয়ে পরিষ্কার উত্তর চাওয়া।’

বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা আনার ব্যাপারে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা।

বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান আরও বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সরকার অগ্রিম অর্থ প্রদানের পরেও সেরাম আমাদের ভ্যাকসিন দেবে না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম অর্থ যেহেতু নিয়েছে, ভ্যাকসিন দিতে হবে। দেড় কোটি ডোজ ভ্যাকসিনের জন্য টাকা দিয়েছি। এটা বন্ধ রাখার অধিকার সেরামের নেই।’

তিনি বলেন, ভারতের এখন সময় এসেছে বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ দেওয়ার। সম্প্রতি, সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনওয়ালা বলেছেন, তারা জুন-জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানি করতে পারবেন না। এতে করে কোভাক্সের অধীনে বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ