28 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন।

মানববন্ধনে জেলার কয়েক’শ রং মিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।এসময় জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানি এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ