35 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফায়ার সার্ভিস মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফায়ার সার্ভিস মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফায়ার সার্ভিস মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

বিএনএ ডেস্ক : মুজিববর্ষ ফায়ার সার্ভিস মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে সদর দপ্তর সিদ্দিকবাজার দল । রোববার(২৪ জানুয়ারী) ফায়ার সার্ভিস সদর দপ্তরে বিকেল সাড়ে ৩টায়  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী এই মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ১৬ দলের মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়ে সোনালি অতীত অফিসার্স ক্লাব ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফুটবল দল ফাইনাল খেলায় একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় টাইব্রেকারে  চ্যাম্পিয়ন হয় সদর দপ্তর সিদ্দিকবাজার দল। রানার্স আপ হয় সোনালি অতীত অফিসার্স ক্লাব।
প্রতিযোগিতা শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাঁর বক্তব্যে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সকলের হাতে ট্রফি তুলে দেন। প্রতিযোগিতায় বর্ষীয়ান সেরা খেলোয়াড়ের ট্রফি অর্জন করেন ঢাকার সহকারী পরিচালক ছালেহ উদ্দিন। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন নূর ইসলাম। টুর্নামেন্ট সেরার ট্রফি জেতেন স্টেশন অফিসার মিজানুর রহমান এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ফায়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ