27 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » মুক্তার তৈরি নোরার অন্তর্বাসের ছবি ভাইরাল

মুক্তার তৈরি নোরার অন্তর্বাসের ছবি ভাইরাল

মুক্তার তৈরি নোরার অন্তর্বাসের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: বলিউডে আইটেম গানে উষ্ণতা ছড়ানো নৃত্যশিল্পীদের মধ্যে এগিয়ে রয়েছেন নোরা ফাতেহি। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি শেয়ার করে তার ২ কোটি ১৬ লাখ অনুসারীকে চনমনে রাখেন তিনি। নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক হলেও মূলত বলিউডেই সক্রিয় নোরা ফাতেহি।

নোরার একটি ইউটিউব চ্যানেলও আছে। সেই চ্যানেলে তিনি আপলোড করে থাকেন নিত্যনতুন ভিডিও। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি আপলোড করলেন নোরা। এবার তিনি যা দেখালেন তা রীতিমতো অসাধারণ। মুক্তা দিয়ে তৈরি কাঁচুলি পরে একটি ছবি শেয়ার করেছেন নোরা। এই ছবি আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। রীতিমতো সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। শুধু ইন্সটাগ্রামেই ছবিটি একদিনে লাইক কুড়িয়েছে প্রায় ১৭ লাখ।

বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘অন্তর থেকে ভারতীয়’ বলে অভিহিত করে থাকেন নোরা। ‘রোর : টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান সুপারহিট কিছু আইটেম গানে নেচে। সামাজিক মাধ্যমে তার একেকটি ছবিতেও লাইক পড়ে লাখ লাখ।

বিএনএ/এমএইচ

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ