35 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আমদানি করা চালের প্রথম চালান খালাস শুরু

আমদানি করা চালের প্রথম চালান খালাস শুরু

আমদানি করা চালের প্রথম চালান খালাস শুরু

বিএনএ,চট্টগ্রাম: দেশে  আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে খালাস শুরু হয়েছে। বুধবার(২৩ ডিসেম্বর) দুপুর থেকে চাল খালাস শুরু হয়।আগামি এক মাসের মধ্যে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি করার কথা রয়েছে।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, সরকার দেশে নিরাপত্তা মজুদ বাড়াতে চাল আমদানি করছে। ২০১৭ সালের পর এ প্রথম দেশে চাল আমদানি করা হচ্ছে। ভারত থেকে আসা প্রথম চালানে রয়েছে সিদ্ধ বাসমতি চাল। প্রথম চালানে প্রায় সাড়ে চার হাজার মেট্র্রিক টন চাল আমদানি হয়েছে। ভারতের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার থেকে আগামি এক মাসের মধ্যে প্রায় দেড় লাখ মেট্র্রিক টন চাল আমদানি হবে বলে জানায় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান জানিয়েছেন, গত শুক্রবার ভারতের কলকাতা বন্দর থেকে ‘সেজুতি’ জাহাজে করে  আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে আসে। বহির্নোঙরে জাহাজটি পৌঁছার পর আনুষঙ্গিক কাজ শেষে বন্দরের জেটিতে নোঙর করে। বুধবার সেই চাল খালাস করা হচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা মজুদের অংশ হিসেবে মূলত চাল আমদানি করা হচ্ছে।সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস, ইপিওসহ সরকারের নিরবচ্ছিন্ন বিভিন্ন কর্মসূচি সফল করা সম্ভব হবে বলে জানান মো. জহিরুল ইসলাম খান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ