24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় দুই জনের প্রাণহানি,আক্রান্ত ১৭৮

চট্টগ্রামে করোনায় দুই জনের প্রাণহানি,আক্রান্ত ১৭৮


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১৭৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ১৬১ জন এবং উপজেলায় ১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১ জন। ওইদিন করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে (চবি) ১৫৬টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭০টি নমুনা পরীক্ষায় ৩৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২১৯টি নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষায় ১০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৩টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬টি নমুনা পরীক্ষায় ১৬জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১৭৮ জন বেড়ে করোনা রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ২৪১ জন। একই সময় করোনায় দুই জনের প্রাণহানি হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ